muktijoddhar kantho logo l o a d i n g

কৃষি

হাওরের ৪৪ শতাংশ ধান কাটা হয়ে গেছে

হাওরের প্রায় অর্ধেকের কাছাকাছি ৪৪ শতাংশ ধান কাটা হয়ে গেছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।

বলেছেন, কৃষি মন্ত্রণালয়ের নানান উদ্যোগের ফলে হাওরের কৃষকেরা ভালভাবে বোরো ধান কাটতে পারছে। ইতোমধ্যে ৪৪শতাংশ ধান কর্তন করে ঘরে তুলতে পেরেছে।

শনিবার মন্ত্রী তাঁর সরকারি বাসভবন থেকে এক ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, অস্বাভাবিক বৃষ্টিপাত বা আগাম বন্যা না হলে যে গতিতে ধান কাটা চলছে, আমরা আশাবাদী হাওরের কৃষকেরা সময়মতো ধান ঘরে তুলতে পারবে।

এসময় তিনি স্থানীয় জনপ্রতিনিধি, স্থানীয় প্রশাসন, জেলা পুলিশ, স্বাস্থ্য বিভাগ এবং জেলা/উপজেলা/ইউনিয়ন কৃষি বিভাগকে ধন্যবাদ জানান।

পাশাপাশি কৃষিমন্ত্রী সামাজিক সচেতনতার ফলে বিভিন্ন রাজনৈতিক সংগঠন-কৃষকলীগ, ছাত্রলীগ, সামাজিক সংগঠন, স্কুল-কলেজের ছাত্র-শিক্ষকসহ নানান পেশার মানুষ যারা ধান কাটায় এগিয়ে এসেছেন, কৃষকের ধান কেটে দিচ্ছেন তাঁদের সকলকে ধন্যবাদ জানান।

প্রসঙ্গত দেশের বোরো ধানের ২০ শতাংশ ধান উৎপাদন হয় নেত্রকোণা, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ ও হবিগঞ্জের হাওরে। বছরের বাকী সময় পানিতে ডুবে থাকায় এই সময় এই একটি ফসলই হয়। তাই বোরো ধান অতিবৃষ্টিপাত, আগাম বন্যা ও পাহাড়ি ঢলে নষ্ট হলে ওই এলাকার মানুষ যেমন মারাত্মক সমস্যায় পড়ে, তেমনি সারাদেশে ঘাটতি মেটাতে আমাদানি বেড়ে যায় অনেকগুণ, ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষও।

Tags: