muktijoddhar kantho logo l o a d i n g

Uncategorized

আমাকে যেন বাইরে থেকে কেউ গুলি করতে না পারেঃ রাষ্ট্রপতি

hamid
কিশোরগঞ্জ প্রতিনিধিঃ কিশোরগঞ্জকে ঢাকা বিভাগেই রাখার পক্ষে মত দিয়েছেন রাষ্ট্রপতি অ্যাডভোকেট আবদুল হামিদ।
প্রস্তাবিত ময়মনসিংহ বিভাগ প্রসঙ্গে আবদুল হামিদ বলেন, আমি কিশোরগঞ্জকে ঢাকা বিভাগেই রাখার পক্ষে। প্রধানমন্ত্রীর সাথে আলাপ হলে আমি আমার এই অভিমত জানাব।
এ সময় সংসদ সদস্য সোহরাব উদ্দিন, আফজল হোসেন ও দিলারা আসমা, জেলা পরিষদের প্রশাসক, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র, জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপার (এসপি) উপস্থিত ছিলেন।
ইচ্ছা থাকলেও রাষ্ট্রীয় নিরাপত্তার ঘেরাটোপের কারণে মন খুলে সাধারণ মানুষ, রাজনৈতিক সহকর্মী ও বন্ধদের সাথে কথা বলতে পারেন না বলে আফসোস করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এ সময় এলাকার মানুষের দাবি-দাওয়া বাস্তবায়নের ক্ষেত্রে নিজের কোনো ক্ষমতা নেই বলেও হাস্যরসের মাধ্যমে মন্তব্য করেন তিনি।

শোলাকিয়া ঈদগাহ সেতু, কিশোরগঞ্জ-করিমগঞ্জ বাইপাস নির্মাণসহ স্থানীয় বিভিন্ন দাবি-দাওয়া প্রসঙ্গে রাষ্ট্রপতি হাস্যরসের মাধ্যমে বলেন, ‘আমি নিষ্কর্মা, আমার কোনো নির্বাহী ক্ষমতা নেই। আমার আদেশে কোনো কাজও হয় না। আমি বড়জোর অনুরোধ জানিয়ে চিঠি লিখতে পারি।’
কিশোরগঞ্জ জেলা সার্কিট হাউস মিলানায়তনে শনিবার সন্ধ্যায় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ বলেন, ‘কিশোরগঞ্জ আমার জন্মভূমি, তাই এখানকার সাধারণ মানুষ, রাজনৈতিক সহকর্মী ও বন্ধুদের সাথে দেখা করতে মন চায়। কিন্তু ইচ্ছা থাকলেও আগের মতো যখন যেভাবে ইচ্ছা ঘুরতে পারি না। তবে যখনই সুযোগ পাই আপনাদের কাছে ছুটে আসি। এলেও সে ক্ষেত্রে তেমন লাভ হয় না, কারণ সরকারের বিভিন্ন বাহিনী আমাকে এমনভাবে ঘিরে রাখে যে, আপনাদের সবার সাথে দেখা-সাক্ষাৎ করতে পারি না। প্রাণ খুলে কথা বলতে পারি না।’
‘আমাকে বহনকারী গাড়িও এমন দ্রুত গতিতে চলে যে গাড়িতে বসেও খুব একটা কিছু দেখতে পাই না। যারা বাইরে থেকে আমাকে দেখতে চান, তাঁরাও তা পারেন না। কারণ গাড়ির কাঁচ এমন ধরনের যে, বাইরে থেকে কিছু দেখা যায় না। আমাকে যেন বাইরে থেকে কেউ গুলি করতে না পারে তাই এই ব্যবস্থা করা হয়েছে।’

Tags: