muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

কেন শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে নাঃ হাইকোর্ট

court
ঢাকা: ছাত্র ইউনিয়নের মিছিলে হামলার ঘটনায় জড়িত পুলিশ সদস্যের বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়া হয়েছে তা জানতে চেয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে আগামী ১৪ জুন পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) আদালতে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

ওই মিছিলে হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে না তা জানতে চেয়ে রুলও জারি করেছেন আদালত।

বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেন।

রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ, রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।

উল্লেখ্য, পহেলা বৈশাখে নারীর শ্লীলতাহানির ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে ডিএমপি ঘেরাও কর্মসূচিতে পুলিশি হামলার শিকার হন ছাত্র ইউনিয়নের নারীকর্মী ইসমাত জাহান জ্যো। তিনিসহ ছাত্র ইউনিয়নের নেতাকর্মীদের ওপর পুলিশি হামলার ঘটনায় দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশনা চেয়ে গতকাল সোমবার রিট করা হয়।

সুপ্রিমকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি দায়ের করেন আইনজীবী ইউনুস আলী আকন্দ।

জানতে চাইলে তিনি বলেন, ‘জনস্বার্থে আমি এ রিট আবেদনটি করেছি। পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন দেখে আমার কাছে মনে হয়েছে রোববারের ঘটনায় পুলিশ ছাত্রদের ওপর যেভাবে লাঠিচার্জ করেছে তা সংবিধানের ও মৌলিক মানবাধিকারের লঙ্ঘন।’

রিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), শাহবাগ ও রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং জাতীয় মানবাধিকার কমিশনকে বিবাদী করা হয়েছে।

Tags: