muktijoddhar kantho logo l o a d i n g

খেলার খবর

২৮ বছরের রেকর্ড ভেঙে অস্ট্রেলিয়াকে হারাল দ. আফ্রিকা

ক্রীড়া ডেস্ক,

 

২৮ বছরের ইতিহাস ভেঙ্গে অসিদের বিপক্ষে ১ম টেস্টে জয়লাভ করেছে প্রোটিয়ারা। ১৯৮৮ সালের পর এই কোনো টেস্ট সিরিজের প্রথম ম্যাচে স্বদেশের মাটিতে হারল অস্ট্রেলিয়ানরা।

পার্থে অনুষ্ঠিত প্রথম টেস্ট ম্যাচে রাবাদা’র বিধ্বংসী বোলিংয়ে জয়লাভ করেছে দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়াকে ১৭৭ রানের বড় ব্যবধানে হারিয়ে ১-০ ম্যাচে এগিয়ে গেল দলটি।

চতুর্থ ও শেষ ইনিংসে ৫৩৯ রানের বিশাল টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে ৩৬১ রানেই অলআউট হয়ে যায় অসিরা।

উসমান খাজা ৯৭ ও পিটার নেভিল ৬০ রান করলেও অন্য কেউ জ্বলে ওঠতে পারেননি। ফলে ৩৬১ রানেই থেমে যায় অস্ট্রেলিয়ার ইনিংস।

তরুন রাবাদা একাই ৫ উইকেট নিয়ে ধস নামান অসি শিবিরে। এছাড়া ভারনন ফিলেনদার, পল ডুমিনি, কেশব মহারাজ, টেমবা বাভুমা ১ টি করে উইকেট লাভ করেন।

এরআগে প্রোটিয়ারা নিজেদের দ্বিতীয় ইনিংসে ৫৪০ রানের বিশাল সংগ্রহ দাড় করায়। ডিন এলগার ১২৭ ও পল ডুমিনি ১৪১ করে বিশাল টার্গেট এনে দেন দলকে। এছাড়া ডি কক ৬৪ ও ফিলেনদার ৭৩ রান করেন।

আগের ইনিংসে ২ রান পিছিয়ে থাকা দক্ষিণ আফ্রিকার পুঁজি হয় ৫৩৯ রানের।
প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা সংগ্রহ করে ২৪২ রান। জবাবে অস্ট্রেলিয়া ২৪৪ রান সংগ্রহ করে।

 

 

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম    ০৭ / ১১/ ২০১৬ ইং / মোঃ হাছিব

Tags: