
স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা: বখাটের কারাদণ্ড
মুক্তিযোদ্ধার কণ্ঠ রিপোর্ট,
স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক বখাটেকে এক বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
শনিবার ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম ভূঞা ওই বখাটেকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন।
দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ মো. আসলাম উদ্দিন জানান, সাজাপ্রাপ্ত আসামিকে জেল হাজতে পাঠানো হয়েছে।
পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, উপজেলার ওমরপুর গ্রামের ৬ষ্ঠ শ্রেণির ওই ছাত্রী স্কুলে যাচ্ছিল। সে হাফেজ বাড়ীর পেছনে পৌঁছলে একই এলাকার মো. ইস্রাফিলের বখাটে ছেলে রাজমিস্ত্রী মো. ইসমাঈল (৩৯) তাকে ধর্ষণের চেষ্টা চালায়।
ওই ছাত্রীর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে বখাটেকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে বখাটেকে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে। ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম আসামিকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন।
মুক্তিযোদ্ধার কণ্ঠ / ১২-১১-২০১৬ ইং / মো: হাছিব