muktijoddhar kantho logo l o a d i n g

বিনোদন

বিজয়ের ৪৫ বছর : মিরপুরে লাল সবুজের মহোৎসব

বিনোদন ডেস্ক :
‘বিজয়ের ৪৫ বছর: লাল সবুজের মহোৎসব’ শিরোনামে ১৬ দিনব্যাপী আয়োজনের বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান হতে যাচ্ছে মিরপুর সোহরাওয়ার্দি ইনডোর স্টেডিয়ামে বৃহস্পতিবার সন্ধ্যায়।
অনুষ্ঠানে দেশ সেরা শিল্পীদের পরিবেশনায় পর্যায়ক্রমে পরিবেশিত হবে দলীয় সঙ্গীত ও একক সঙ্গীত। হাবিব, ফুয়াদ, হৃদয় খান, ইমন চৌধুরী পাভেল, আবিদ রনি-এর সঙ্গীতায়জনে বিভিন্নগানে কণ্ঠ দেবেন খ্যাতিমান শিল্পী সাবিনা ইয়াসমিন, সৈয়দ আব্দুল হাদি, রেবেকা সুলতানা, ইয়াসমিন মুশতারী, ইফফাত আরা নার্গিস, ফাতেমা তুজ্জোহরা, হাবিব, বালাম, হৃদয় খান, বাপ্পা মজুমদার, আঁখি আলমগীর, কনা, নওমি, এলিটা, ইমরান প্রমুখসহ স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীবৃন্দ।
বিজয়ের ৪৫ বছরপূর্তি উপলক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায়। এটির আয়োজন করেছে ওয়ান মোরজিরো কমিউনিকেশনস্।
জমকালো এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব হেদায়েতুল্লাহ আল মামুন ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-এর মহাপরিচালক জনাব বেনজির আহমেদ।

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/০১-১২-২০১৬ইং/নোমান

Tags: