
পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ক্লিনিক দলালদের খপ্পরে আসহায় রোগীরা
জান্নাতুল জাকির প্রিন্স ভূঁইয়া, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতাঃ
কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন বিভিন্ন অঞ্চল থেকে অসুস্থ্য রোগীরা স্বাস্থ্য সেবা নেওয়ার জন্য আসেন। হাসপাতালে আসা যাওয়ার পথে রোগী দেখা মাত্রই জমে যায় দাললদের দল। গ্রামের অসহায় রোগীদের ভুল বুঝিয়ে দালালেরা নিয়ে যাচ্ছে প্রাইভেট ক্লিনিক গুলোতে। তাদের কাছে থেকে হাতিয়ে নিচ্ছে হাজার হাজার টাকা।
বিভিন্ন ক্লিনিকের দালাল চক্রের হাত থেকে রেহায় পাওয়াটা যেন কোনো সহজ কাজ নয়। পাকুন্দিয়ার বিভিন্ন ক্লনিক এর দলালদের কথা শুনতে শুনতেই অচেতন হয়ে যায় রোগিরা। কিন্তু মানুষ সরকারী হাসপাতাল থাকা সত্ত্বেও উপযুক্ত সেবা থেকে বঞ্চিত হচ্ছে। এতে বিরম্বনায় পরছে ভুক্তভোগি সাধারন মানুষ।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকতা ডাঃ মোঃ খাইরুল অালম এর কাছে জানতে চাইলে তিনি “মুক্তিযোদ্ধার কন্ঠ” কে জানান, বিগত কয়েক দিন অাগে সকল ক্লিনিক গুলো কে এ বিষয়ে সাবধান করা হয়েছে এবং জরিমানা সহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি অারো জানান হাসপাতালের শৃঙ্খলা রক্ষার্থে তিনি অারো কঠোর পদক্ষেপ নিবেন। তাছাড়া তিনি “মুক্তিযোদ্ধার কন্ঠ” কে অান্তরিক ধন্যবাদ জানান জনসার্থে বিষয়টি তুলে ধরার জন্য।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/১৭-১২-২০১৬ইং/ অর্থ