muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

মতিঝিল ও গুলিস্তান এলাকা থেকে হকার উচ্ছেদ

  মুক্তিযোদ্ধার কণ্ঠ রিপোর্ট,

ঢাকার মতিঝিল ও গুলিস্তান এলাকা থেকে হকার উচ্ছেদ করা হয়েছে। রোববার (১৫ জানুয়ারি) দুপুরে এ উচ্ছেদ অভিযান শুরু হয়।
ডিএসিসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট খান মোহাম্মদ নাজমুশ সোয়েবের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। অভিযানে ঢাকা পুলিশের বিপুল সংখ্যক সদস্য সহায়তা করেছেন। এর আগে উচ্ছেদের খবর পেয়ে হকাররা নিজ দায়িত্বে তাদের মালামাল সরিয়ে নেন। বিভিন্ন মোড়ে মোড়ে পুলিশের অবস্থান  করছে।

গত ১১ জানুয়ারি দুপুরে নগর ভবনে হলিডে মার্কেট চালু ও হকার সমস্যা নিয়ে হকার নেতাদের সঙ্গে এক বৈঠক শেষে মেয়র সাঈদ খোকন রোববার থেকে গুলিস্তান, মতিঝিল ও রমনা এলাকায় কোনো হকার বসতে দেয়া হবে না বলে ঘোষণা দেন। তার ঘোষণার পরও রোববার যেসব হকার সরেননি তাদের সরাতে বাধ্য করা হয়। ফলে মতিঝিল ও গুলিস্তান পুরো এলাকা ফাঁকা হয়ে যায়।

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/১৫ -০১-২০১৭ইং  / মো: হাছিব

Tags: