
জনদুর্ভোগের জন্য ক্ষমা চেয়েছেন : ওবায়দুল কাদের
কাদের বলেন, ‘গত ৪১ বছরে সবচেয়ে বিচক্ষণ রাজনীতিকের নাম শেখ হাসিনা। সবচেয়ে দক্ষ রাষ্ট্রনায়কের নাম শেখ হাসিনা। সবচেয়ে দক্ষ কূটনীতিবিদের নাম শেখ হাসিনা। তিনি সারা বিশ্বের বিষ্ময়।’
ছাত্রলীগের উদ্দেশ্যে তিনি বলেন, ‘উন্নয়নের রোল মডেল শেখ হাসিনা। ছাত্রলীগকে বলতে চাই শেখ হাসিনার এতো উন্নয়ন, এতো অর্জনকে ম্লান করে দেবে এমন আচরণ পরিহার করতে হবে। দুই একটা খারাপ খবরে নেত্রীর সব উন্নয়ন ম্লান করে দেবো না। আমরা খারাপ খবরের শিরোরাম হবো না।’
‘মেধাবীদের রাজনীতিতে আসতে হবে। না হলে রাজনীতি মেধাহীনদের হাতে চলে যাবে। রাজনীতিতে আসতে হবে যোগ্যদের আসতে হবে। না হলে রাজনীতি অযোগ্যদের হাতে চলে যাবে’, বলেন ওবায়দুল কাদের।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/ ২৪ -০১-২০১৭ইং / মো: হাছিব
আরও পড়ুন
Comments are closed.
I just want to tell you that I am very new to blogging and site-building and honestly enjoyed your web blog. Probably I’m going to bookmark your blog . You certainly have good articles and reviews. Thanks a lot for sharing your website page.