
সিরাজগঞ্জে গোয়াল ঘরে আগুন দিয়ে গবাদি পশু পুড়িয়ে মারার অভিযোগ
মুক্তিযোদ্ধার কণ্ঠ রিপোর্ট,
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার আরঙ্গাইল গ্রামে একটি গোয়াল ঘরে আগুন দিয়ে গবাদি পশু পুড়িয়ে মারার অভিযোগ পাওয়া গেছে। আগুনে পুড়ে গেছে ৩টি গরু এবং ৬টি ছাগল। ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় ২লক্ষাধিক টাকার।
এ বিষয়ে ক্ষতিগ্রস্ত জয়নাল আবেদীন বলেন, ‘শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে হঠাৎকরে গোয়াল ঘরে আগুন জ্বলে ওঠে। ওই সময় সবাই মিলে আগুন নেভানোর চেষ্টা করেও সম্ভব হয়নি।’
ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা আগুন দেওয়ার সময় গোয়াল ঘরের বেড়া এবং ভেতরে ডিজেল অথবা পেট্রোল ছিটিয়ে দেয়। ফলে মুহূর্তের মধ্যেই গোয়ালের গরু এবং ছাগলগুলো পুড়ে মারা যায়। এর ক্ষয়-ক্ষতির পরিমাণ প্রায় ২লক্ষ টাকা। বিষয়টি থানাকে অবগত করেছেন বলে জানান জয়নাল।
ঘটনার সত্যতা প্রকাশ করে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর রহমান জানান, ঘটনার তদন্ত করে অপরাধীদের চিহ্নিত করা হবে।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/ ২৮ -০১-২০১৭ইং / মো: হাছিব
আরও পড়ুন
Comments are closed.
I simply want to tell you that I am just newbie to weblog and certainly liked your page. Most likely I’m planning to bookmark your site . You definitely have perfect article content. Thank you for sharing your website page.