শিশু আরমানকে বাঁচাতে সাহায্যের আবেদন

শাহাদাত হোসাইন সাদিক, রায়পুর (লক্ষ্মীপুর) সংবাদদাতা :

মোঃ আরমান হোসেন (৪)। পিতা- মোঃ মাসুদ, মাতা-সাহিনুর বেগম। লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার বামনী ইউনিয়নের স্থায়ী বাসিন্দা। দু #৩৯;টি কিডনি নষ্ট হয়ে বর্তমানে অসুস্থ শিশু আরমান ঢাকা শিশু হাসপাতালের ৬ নং বেডে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন । শিশু সন্তানের চিকিৎসার জন্য বাবা তার বসতঘর সহ ভিটে বিক্রি করে পথে বসার উপক্রম হয়েছে। অসহায়-দরিদ্র পিতার অসুস্থ শিশুটির উন্নত চিকিৎসার জন্য সরকার ও বিত্তবানদের সহযোগিতা কামনা করা হয়েছে।

সাহায্য পাঠানোর ঠিকানা- মোঃ আরমান হোসেন, পিতা- মোঃ মাসুদ। একাউন্ট নাম্বার -১০০১০৪৬৪৯- সোনালি ব্যাংক-রাখালিয়া বাজার শাখা, রায়পুর, লক্ষ্মীপুর । বিকাশ-নাম্বার ০১৮৩৯৮২৯৭৭৩ ।

 

 

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/০৭জুন২০১৭ইং/নোমান


আরও পড়ুন