muktijoddhar kantho logo l o a d i n g

সাহিত্য ও সংস্কৃতি

কাল বৈশা‌খী ঝড় ।। রহমান মাসুদ

 সাহিত্য ও সংস্কৃতি ।।

কাল বৈশা‌খী ঝড়

রহমান মাসুদ

বজ্র ঝলক মুকুট মাথায়
ঘূর্ণী বায়ুর প্রলয় নৃত্য,
কান ফাটা‌নো সুর চয়‌নে
ধ্বংস যজ্ঞে বেজায় মত্ত।

হিমকা‌লো দে‌হের ভাঁ‌জে
মজুদ পাথর শুভ্র শিলা,
ঢিল ছোড়ার প্র‌মোদ লীলায়
ক্ষয় ক্ষ‌তির আজব খেলা।

ভূমি চুম্বন লালসায়
বজ্রপা‌তের তীব্র শিহরণ,
প‌থের বাঁধা জীব উদ্ভিদ
গাত্র স্প‌র্শে মৃত্যু স্বাদ গ্রহন।

কাল বৈশাখীর পাষান হৃদয়
জন জীব‌নে বিষাক্ত ছোবল,
প্রাণ-ঘরবাড়ী-ফসলাদির
ভোগ নি‌তে আগ্রহ প্রবল।

Tags: