muktijoddhar kantho logo l o a d i n g

খেলার খবর

বিশ্বকাপের জ্যোতিষী : পল থেকে অ্যাকিলিস

স্পোর্টস রিপোর্ট : অক্টোপাস পলকে মনে পড়ে? ২০১০ বিশ্বকাপে একের পর এক ম্যাচে বিজয়ীদের নাম মিলিয়ে দিয়ে মেসি-নেইমার-মুলারদের জয়প্রিয়তায় ভাগ বসিয়েছিল৷ সেই পল এখন আর নেই৷ বয়সজনিত কারণে বিশ্বকাপের পর মারা যায় সেই অক্টোপাস৷ রাশিয়া বিশ্বকাপে অবশ্য পলের অভাব ঢেকে দেবে নতুন অতিথি৷ পলের উত্তরসূরি পেয়ে গেল রাশিয়া৷

এবার অক্টোপাসের পরিবর্তে এক চার পেয়ে প্রাণীকে দেখা যাবে জ্যোতিষীর ভূমিকায়৷ নাম অ্যাকিলিস৷ অ্যাকিলিস একটি সাদা পুরুষ বিড়াল৷এটি রাশিয়ার রাজধানী সেন্ট পিটার্সবার্গের হার্মিটেজ যাদুঘরের পোষা৷ ইতিমধ্যে ২০১৭ কনফেডারেশন কাপের ওপেনিং ও ফাইনাল ম্যাচের ফল মিলিয়ে দিয়েছেন এই বিড়াল৷

.

বিজয়ী বাছাইয়ের ক্ষেত্রেও এবার কিছু পরিবর্তন থাকছে৷ শেষবার দুটি বক্সের মধ্যে রাখা খাবার বেছে নিয়ে জয়ী দলের কথা জানত অক্টোপাস পল৷ এবার দুটি বাটি রাখা থাকবে অ্যাকিলিসের সামনে৷ সঙ্গে থাকবে দুই প্রতিপক্ষ দলের জাতীয় পতাকা৷ সেখান থেকেই একটি বেছে নেবে অ্যাকিলিস৷

বিশ্বকাপের ঢাকে কাঠি পড়তে বাকি আর মাত্র তিন দিন৷ কয়েক ঘণ্টার মধ্যেই নিজের কাজ শুরু করে দেবে অ্যাকিলিস৷ ইতিমধ্যেই তাই তাঁর ঠিকানা বদল করে ফেলা হয়েছে৷ মিউজিয়াম থেকে এখন স্থানীয় একটি ক্যাট ক্যাফেতে থাকবে বিশ্বকাপের এই জ্যোতিষী৷

জানা গেছে, ১৪ জুন বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের দুই প্রতিপক্ষ রাশিয়া ও সৌদি আরবের মধ্যে সম্ভাব্য বিজয়ীকে বেছে নেবে অ্যাকিলিস৷ পলের জনপ্রিয়তায় রাশিয়া বিশ্বকাপের নয়া জ্যোতিষী ভাগ বসাতে পারে কিনা, সেটাই এখন দেখার বিষয়৷

 

Tags: