muktijoddhar kantho logo l o a d i n g

তাড়াইল

তাড়াইলে জাতীয় শিক্ষা সপ্তাহ ও সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ জাতীয় শিক্ষা সপ্তাহ ও সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা ২০১৮ উপলক্ষ্যে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

জানা যায়,উপজেলা পরিষদ মিলনায়তনে আজ ২৫জুন’১৮ সোমবার সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফুন নাহারের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম গোলাম কিবরিয়ার পরিচালনায় জাতীয় শিক্ষা সপ্তাহ ও মেধা অন্বেষণ ২০১৮ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন ভুইঁয়া কাঞ্চন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন লাকী।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলার মাধ্যমিক স্কুল,মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীগণ।

আরো জানা যায়,জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৮ উপলক্ষ্যে উপজেলার বিভিন্ন মাধ্যমিক স্কুল ও মাদরাসার ৩২ জন শিক্ষর্থীকে ৩২ টি ক্রেষ্ট ও ৩২ টি সনদ পত্র প্রদান করা হয়।২০১৮ উপলক্ষ্যে সৃজনশীল মেধা অন্বেষণে উপজেলার  মাধ্যমিক স্কুল ও মাদরাসা থেকে ১ম স্থান অধিকারী ১২ জন শিক্ষার্থীর প্রত্যককে নগদ এক হাজার টাকা ও ১টি করে সনদ পত্র প্রদান করা হয়।বাকী ২য় ও ৩য় স্থান অধিকারী ২৪ জন শিক্ষার্থীকে সনদ পত্র প্রদান করা হয়।

শিক্ষার্থীদেরকে বৈজ্ঞান ভিত্তিক বিভিন্ন বিষয়াদি শিক্ষা দেয়ার জন্য এক হাজার ১৮ টি যন্ত্রপাতির  প্যাকেজ আইটেম ১১ টি মাধ্যমিক স্কুল ও ৫টি মাদরাসায় প্রদান করা হয়।এ ছাড়াও জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৮ তে উপজেলা পর্যায়ে বিদ্যালয়ভিত্তিক শ্রেষ্ট প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ায় উপজেলার দিগদাইড় ইউনিয়নের দিগদাইড় মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক নজরুল ইসলামকে ক্রেষ্ট প্রদান করা হয়।উপজেলার দামিহা ইউনিয়নের কাজলা আলিম মাদরাসার অধ্যক্ষ মুজিবুর রহমান মাদরাসা ভিত্তিক শ্রেষ্ট প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ায় তাকে ক্রেষ্ট প্রদান করা হয়।উপজেলার রাউতি ইউনিয়নের দাউদপুর বানাইল আলিম মাদরাসার প্রভাষক আবদুল মজিদ মাদরাসা ভিত্তিক শ্রেষ্ট শ্রেণী শিক্ষক নির্বাচিত হওয়ায় তাকে ক্রেষ্ট প্রদান করা হয়।উপজেলার দিগদাইড় ইউনিয়নের দিগদাইড় মডেল হাই স্কুলের সহ-কারী শিক্ষক এনামুল হক মিলন শ্রেষ্ট শ্রেণী শিক্ষক নির্বাচিত হওয়ায় তাকে ক্রেষ্ট প্রদান হয়।

Tags: