muktijoddhar kantho logo l o a d i n g

কটিয়াদী

কটিয়াদী উপজেলায় ফুটবল প্রশিক্ষণের সমাপনী

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধিনে থাকা ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০১৭-১৮ এর আওতায় কটিয়াদী উপজেলার গচিহাটা পল্লী একাডেমীতে শেষ হলো মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ ক্যাম্প এর সমাপনী অনুষ্ঠান। কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিস এর ব্যবস্থাপনায় গত ২৮ মার্চ পল্লী একাডেমীর ৩০ জন বালক অংশ নেয় এই প্রশিক্ষণ ক্যাম্পে। কিশোরগঞ্জ জেলা দলের খেলোয়াড় আজিমুদ্দিন আলোর তত্বাবধানে ক্যাম্প চলে ২৮ এপ্রিল পর্যন্ত। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড়দের মাঝে জার্সি এবং সনদ পত্র তুলে দেন গচিহাটা কলেজের অধ্যক্ষ মোঃ শামসুজ্জামান।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গচিহাটা পল্লী একাডেমির প্রধান শিক্ষক জনাব জাকিয়া বেগম। প্রশিক্ষণের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিসার আল আমিন। তৃণমূল পর্যায়ে ফুটবলের উন্নয়নে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কার্যক্রম তুলে ধরেন তিনি। আগামী অথর্ বছরে প্রথমবারের মতো অনূর্ধ্ব ১৭ খেলোয়াড়দের নিয়ে শুরু হতে যাওয়া বঙ্গবন্ধু গোল্ড কাপে খেলোয়াড়দের সফলতা কামনা করেন তিনি। এছাড়া খেলাধুলার মাধ্যমে মানবিক বিকাশ এবং মাদক থেকে দূরে থাকার আহবান জানান কিশোরগঞ্জ জেলার এই ক্রীড়া অফিসার।

Tags: