muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

‘শিক্ষার্থীরা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে’

ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম বলেছেন, ‘শিক্ষার্থীরা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে কী কী করতে হবে। আমরা সেই অনুযায়ী কাজ করছি।’

এসময় শিক্ষার্থীদের সব দাবি পূরণে সরকার ও পুলিশ কাজ করছে জানিয়ে তাদের ঘরে ফিরে যাওয়ার অনুরোধ জানান তিনি।

বৃহস্পতিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম।

শিক্ষার্থীদের ঘরে রাখতে শিক্ষক ও অভিভাবকদেরও অনুরোধ জানিয়ে মনিরুল ইসলাম বলেন: ‘শিশুদের কাছ থেকে অনেক সময় অনেক কিছু শেখার আছে। শিক্ষার্থীরা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে কী কী করতে হবে। আমরা সে অনুযায়ী কাজ করছি।’

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘তোমাদের যা যা দাবি রয়েছে তা বাস্তবায়নে সরকার ও পুলিশ কাজ করছে। আপাতত তোমাদেরকে ঘরে ফিরে যাওয়ার অনুরোধ করছি।’

শিক্ষার্থীদের সকল দাবি মেনে নেয়ার বিষয়ে সরকার ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনার পর পুলিশের ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করা হয়েছে। বিআরটিএ ও পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করে গাড়ির কাগজপত্র পরীক্ষা করছে।

তিনি বলেন, ‘ডিএমপি ও পুলিশ কথা দিচ্ছে আপনাদের দাবি বাস্তবায়ন হবে। আপনারা কোন কথায় বিভ্রান্ত হবেন না। যারা এই সুযোগে ছাত্রদের বিভ্রান্ত করছে, তাদেরও শুভবুদ্ধির উদয় হোক।’

কোন ধরনের উস্কানিতে কান না দিতে শিক্ষার্থীদের আহ্বান জানিয়ে মনিরুল ইসলাম বলেন: ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি ছড়িয়েছে, যেখানে এক পুলিশ সদস্য এক ছাত্রের গলা চেপে ধরতে দেখা গেছে। কিন্তু ছবিটি ২০১৩ সালের, আর এ ঘটনায় এএসআই পলাশ চন্দ্র শাস্তির মুখোমুখি হয়েছিলেন। আরেকটি ছবিতে এক ছাত্রীকে পুলিশ লাঠিচার্জ করতে দেখা গেছে, সেই ছবিটিও ২০১২ সালের।

এ থেকে প্রমাণিত হয় কেউ আন্দোলনের সুযোগ নিয়ে ছাত্রদের উস্কানি দিচ্ছে। সে সব স্বার্থান্বেষীরা এ পর্যন্ত ৩০০ গাড়ি ভাংচুর করেছে, যার মধ্যে পুলিশের ৫টি পিকআপ ভ্যানও রয়েছে। এ পর্যন্ত ৮টি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে।’

যারা উস্কানি দিয়ে এ ধরনের কাজ করছে তাদেরকে চিহ্নিত করার কাজ চলছে বলেও জানান তিনি।

গত পরশুদিন শিশুদের উপর লাঠিচার্জ করার বিষয়ে দৃষ্টি আকর্ষন করা হলে পুলিশের এ উর্ধ্বতন কর্মকর্তা বলেন: এ বিষয়ে যদি দেখা কোন পুলিশ সদস্য দায়িত্বের বাইরে গিয়ে কোন কাজ করেছে, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ আন্দোলনে শিশুদের কথা মাথায় রেখে পুলিশ অনেক ক্ষেত্রে আইনের যথাযথ প্রয়োগ করেনি। ছাত্রদের বিষয়টি পুলিশ মানবিকভাবেই দেখেছে।

লাইসেন্স পরীক্ষার সময় অনেক পুলিশের ড্রাইভারেদের লাইসেন্স পাওয়া যায়নি, এ বিষয়ে জানতে চাইলে মনিরুল ইসলাম বলেন: পুলিশের সকল ড্রাইভারেরই লাইসেন্স রয়েছে। অনেক সময় সঙ্গে নিয়ে যান না কিংবা অনেক সময় এমটি বিভাগে তাদের লাইসেন্স জমা রাখে। তাই হয়তো অনেক ক্ষেত্রে তাৎক্ষনিকভাবে তারা লাইসেন্স দেখাতে পারেননি।

 

Tags: