muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

মামলা জটিলতায় স্থগিত ঈশ্বরগঞ্জ কলেজ সরকারি করণ : প্রতিবাদে সড়ক অবরোধ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ কলেজ সরকারি করণের তালিকা থেকে মামলা সংক্রান্ত কারণে স্থগিত করায় কলেজের শিক্ষক শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। আজ শনিবার সাড়ে ১১টায় উপজেলার চৌরাস্তামোড়ে সমাবেত হয়ে বিক্ষোভ সমাবেশ করে তারা। বিক্ষোভে আঠারবাড়ী ডিগ্রী কলেজের গভর্নিং বডির সভাপতি স্থানীয় জাতীয পার্টির এমপি ফখরুল ইমাম ও মামলার বাদী কলেজ শিক্ষক প্রতিনিধি জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেয় বিক্ষোভকারীরা। প্রায় ঘন্টাব্যাপি সড়ক অবরোধের ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার এলিশ শরমিন উপস্থিত হয়ে সমস্যা সমাধানের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। সম্প্রতি প্রধানমন্ত্রী ২৭১টি কলেজ সরকারি করণের চূড়ান্ত অনুমোদন করেন। মামলা সংক্রান্ত জটিলতায় সরকারিকরণ স্থগিত হয়ে যায় ঈশ্বরগঞ্জ কলেজটি। জানা যায়, একই উপজেলার আঠারবাড়ী ডিগ্রী কলেজের ব্যবস্থাপনা কমিটির শিক্ষক প্রতিনিধি জাহাঙ্গীর আলম ঈশ্বরগঞ্জ কলেজ সরকারি করণের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। যার প্রেক্ষিতে ঈশ্বরগঞ্জ কলেজটি মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সরকারিকরণের কার্যক্রম স্থগিত রাখা হয়। সমাবেশে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম খান, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও শারীরিক শিক্ষার শিক্ষক আব্দুল হেকিম, প্রদর্শক ও সাবেক ভিপি ফরিদ উদ্দিন, গভর্নিং বডির সদস্য ও আ’লীগের নেতা আব্দুল হান্নান তালুকদার, ঈশ্বরগঞ্জ ইউপি চেয়ারম্যান আবু হানিফা, কলেজ ছাত্রলীগ নেতা মশিউর রহমান কা ন, মঞ্জুর মোর্শেদ ও রায়হান আহমেদ বাবু প্রমুখ।

Tags: