muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

চৌহালীতে ২১ আগষ্ট গ্রেনেড হামলা উপলক্ষে আলোচনা সভা

২০০৪ সালের ২১ আগষ্ট বঙ্গবন্ধু এ্যভিনিউয়ে আওয়ামীলীগের জনসভায় বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের কন্যা, জননেত্রী শেখ হাসিনা কে হত্যার উদ্দেশ্যে তৎকালীন বি.এন.পি জামায়াত জোট সরকারের উচ্চ পর্যায়ের নেতাদের যোগসাজশে গ্রেনেড হামলা চালানো হয়। বর্বরোচিত এ গ্রেনেড হামলায় মহিলা আওয়ামীলীগের সভাপতি ও প্রয়াত মহামান্য রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সহধমিনী আইভি রহমান সহ ২৪ জন নেতা কর্মী শাহাদত বরণ করেন। শরীরে স্পিন্টারের আঘাত বহন করে বেঁচে আছে ৫ শতাধিক নেতা কর্মী প্রিন্ট ও ইলেট্রিক মিডিয়ার সাংবাদিকগণ।

দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে চৌহালী উপজেলা আওয়ামীলীগ শোক র্যালী, আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করে। উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আবু নজির মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ ফারুক সরকারের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আলহাজ মোহাঃ হজরত আলী মাস্টার, সহসভাপতি মোঃ আব্দুর রশিদ বাবুল, যুগ্ম সম্পাদ নুরমোহাম্মদ চৌধুরী সঞ্জু, সাংগঠনিক সম্পাদক মোঃ রমজান আলী, মোঃ আঃ হাই ভুট্রো, দপ্তর সম্পাদক মোঃ রফিকুল ইসলাম মাস্টার, যুবলীগের সাধারণ সম্পাদক মোল্যা বাবুল আক্তার, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম রেজা, সাধারণ সম্পাদক মাইন উদ্দিন, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মোল্যা রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আরিফ সরকার, সহসভাপতি মোঃ আলমগীর হোসেন এবং ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগের নেতৃবন্দ।

বক্তারা হামলাকারীদের ফাঁসির রায় অবিলম্বের কার্যকর করার আহ্বান জানান। এসময় বক্তারা আরও উল্লেখ করেন যে, এ’দিনে সিরাজগঞ্জের কৃতি সন্তান বর্তমান বনানী থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মীর মোশারফ হোসেন গুরুতর আহত হয়েছিলেন।

Tags: