muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জ সদর

পরিত্যাক্ত সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠটিকে খেলার উপযোগী করলো ইউএনও মাসউদ

কিশোরগঞ্জে উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর তৃতীয় স্থান নির্ধারণী খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে জেলা শহরের আলোরমেলাস্থ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের (বিয়াম) মাঠে অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল মাসউদ। বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক শামছুল ইসলাম খান মাসুম, ট্রাস্টি রিপন রায় লিপু, যশোদল ইউপি চেয়ারম্যান ইসতিয়াক সুলতান রাজন, মহিনন্দ ইউপি চেয়ারম্যান মোঃ মনসুর আলী প্রমুখ। খেলায় যশোদল বনাম মহিনন্দ ইউনিয়কে ৩-২ গোলে পরাজিত করে বিজয় নিশ্চিত করে। পরে অতিথিবৃন্দ বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন।

প্রসঙ্গত সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠটি দীর্ঘ বছর যাবৎ পরিত্যাক্ত ছিল। সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল মাসউদের সরাসরি তত্ত্বাবধানে মাঠটিকে সম্প্রতি খেলার জন্য উপযোগী করে তোলে। মাঠটিতে শুক্রবার মহিনন্দ ও যশোদলের (অনুর্ধ্ব ১৭) খেলোয়ারদের বাচাই করে খেলাটি পরিচালনার মাধ্যমে মাঠটিতে খেলাধুলা কার্যক্রম শুভ উদ্বোধন করা হয়। তিনি জানান, মাঠটির পাশে পরিত্যাক্ত বিশাল পুকুরটিতে সুইমিং পুল স্থাপন করে সাতার প্রতিযোগিতার আয়োজন করা হয়। মাদকের কড়ালগ্রাস থেকে ফিরিয়ে এনে যুব সমাজকে ক্রীড়ামুখী করার লক্ষ্যে প্রচেষ্ঠা অব্যহত রয়েছে।

Tags: