
বাঁচতে চায় মোহাম্মদ আলী
মানুষ মানুষের জন্য সকলে মিলে অসহায় শিশুটির জন্য একটু সাহায্যের হাত বাড়িয়ে দেই। কোমলমতি শিশুটির মুখে হাসি ফুটাই। ছোট্ট ছেলে মোহাম্মদ আলী স্কুল যেতে পারছে না। আলীর হৃদপিণ্ডে (হার্ট) ছিদ্র সমস্যায় ভুগছে। তাই সবার মতো হাসতে খেলতে পারেনা। আলীও চায় হাসতে খেলতে স্কুলে যেতে। ছেলেটির বাবা একজন ফুচকার দোকানের দিনমজুরী কাজ করে। তার যা সঞ্চয় ছিল সব শেষ করেছে এখনও অতিরিক্ত শ্রম দিয়ে যা পায় তা দিয়ে ওর চিকিৎসা করেই যাচ্ছে। এমন কোন কিছু অবশিষ্ট নাই যা বিক্রি করে টাকা জোগাড় করবে। মোহাম্মদ অালীর জন্য অপারেশন করতে প্রায় ৪ লক্ষ টাকার প্রয়োজন। খেটে খাওয়া দিনমজুর বাবার কাছে এত টাকা জোগাড় করা বড়ই কষ্ট সাধ্য।
আপনাদের একটু সহযোগিতায় শিশু মোহাম্মদ অালী সুস্থ হবে ও অাগের মত প্রতিদিন স্কুলে ফিরে যেতে পারবে।
যোগাযোগ : মো. জয়নাল অাবেদিন (আলীর বাবা)
বিকাশ- ০১৭৯৭৮৩০০৬৯ (পার্সোনাল)
রকেট- ০১৭৯৭৮৩০০৬৯-২ (পার্সোনাল)
161.151.175858
ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড সৈয়দপুর শাখা, নীলফারী।
আসুন না সবাই মিলে একটু সহানুভূতি দেখাই ছোট্ট বাবু মোহাম্মদ অালীর জন্য, আবার আমাদের মাঝে ফিরে আসবে।