muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

ভালুকায় কন্যা শিশু দিবসে মানববন্ধন ও আলোচনা

“থাকলে কন্যা সুরক্ষিত, দেশ হবে আলোকিত” এই প্রতিপাদ্য নিয়ে মঙ্গলবার সকালে ভালুকা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে জাতীয় শিশু কন্যা দিবস ও বাল্য বিয়ে প্রতিরোধ দিবস পালন করা হয়েছে।

পরিষদ সভা কক্ষে আয়োজিত উপজেলা নির্বাহী আফিসার মাসুদ কামালের সভাপতিত্বে আলোচনায় অংশনেন পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, ভালুকা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম চৌধুরী, উপজেলা সমবায় কর্মকর্তা মন্তোষ কুমার গোপ, সহকারী অধ্যাপক মাহবুবা ছিদ্দিকা, উপজেলা বঙ্গবন্ধু সৈনক লীগের সাধারণ সম্পাদক ইঞ্জি: আতিক উল্লাহ, সাংবাদিক দীনা খান, এডুকোর প্রতিনিধি আমিনুল ইসলাম, শিক্ষার্থী তামান্না আক্তার মুন, আনিকা বসরা ও পরেশ দাস।

অনুষ্ঠান পরিচালনায় ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহিদা ফেরদৌসী। তবে এর আগে ভালুকা গফরগাঁও সড়কে উপজেলা পরিষদের সামনে বাল্য বিয়ে প্রতিরোধ বিষয়ক মানব বন্ধন করা হয়। জন সচেতনতা বৃদ্ধির লক্ষে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে মানব বন্ধনে অংশনেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা, এন জি ও প্রতিনিধিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

Tags: