muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

‘অচিরে ৮ থানা নিয়ে ময়মনসিংহ মেট্রোপলিটন করা হবে’

অতি অল্প সময়ে ময়মনসিংহকে মেট্টোপলিটন করার জন্য আগামী সপ্তাহে মধ্যে সুপারিশসহ উর্ধ্বতরন কর্তৃপক্ষে  কাছে মতামত প্রেরণ করা হবে। ৮টি থানা নিয়ে ময়মনসিংহ মেট্টোপলিটন হবে। এ লক্ষে ময়মনসিংহ পুলিশ কাজ করছে বলে রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝি শনিবার এক সভায় জানিয়েছেন।

ময়মনসিংহ বিভাগ প্রতিষ্ঠার ৩য় বর্ষপুর্তি   উপলক্ষে বিভাগীয় কমিশনার কার্যালয় আয়োজিত টাউনহল তারেক স্মৃতি অডিটরিয়ামে শনিবার আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে ডিআইজি এ কথা বলেন।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনগণের হাতের কাছে (দোড়ঘোড়ায়) জনসেবা পৌছে দিতে ময়মনসিংহকে বিভাগ করেছেন। সেই আলোকে মানুষজন অতিসহজেই তাদের সেবা পাচ্ছে। এরই ধারাবাহিকতায় অতি অল্প সময়ের মধ্যে ময়মনসিংহকে মেট্টোপলিটন করার পক্রিয়া শুরু হয়েছে। প্রাথমিকভাবে ৮টি থানা নিয়ে ময়মনসিংহ মেট্টোপলিটন করার চিন্তা রয়েছে। এ জন্য পুলিশ প্রশাসন কাজ করছে।

পুলিশের একটি সূত্র জানান, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, শম্ভুগঞ্জ, ক্যান্টনম্যান্ট, রহমতপুরসহ বেশ কিছু এলাকাকে বেছে নিয়ে থানাগুলো করার প্রাথমিক পক্রিয়া শুরু হয়েছে। স্থান পরিবর্তন হতে পারে। এছাড়া মেট্টোপলিটন এলাকা আরো বড়পরিসরে হতে পারে। পুলিশ সুত্র জানান, এ সব প্রাথমিক পরিকল্পনা উর্দ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হলে অধিকতর যাচাই বাছাই শেষে মেট্টোপলিটন চুড়ান্ত রূপ পাবে।

Tags: