muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জ সদর

কিশোরগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে ২০০ মেট্রিক টন চাল বরাদ্দ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কিশোরগঞ্জে ৪০১টি মন্ডপে ৫০০ কেজি করে ২০০ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে। দুর্গাপূজা উপলক্ষে আগত ভক্তদের মাঝে প্রসাদ বিতরণের জন্য এ বরাদ্দ দেয়া হয়।

কিশোরগঞ্জ সদর উপজেলায় ৫৭টি পূজা মন্ডবে ২৮.৫ মেট্রিক টন, পাকুন্দিয়া উপজেলায় ১৬টি পূজা মন্ডবে ৮ মেট্রিক টন, হোসেনপুর উপজেলায় ১৬টি পূজা মন্ডবে ৮ মেট্রিক টন, কটিয়াদী উপজেলায় ৪৬টি পূজা মন্ডবে ২৩ মেট্রিক টন, বাজিতপুর উপজেলায় ৬৭টি পূজা মন্ডবে ৩৩.৫ মেট্রিক টন, নিকলী উপজেলায় ১৭টি পূজা মন্ডবে ৮.৫ মেট্রিক টন, কুলিয়ারচর উপজেলায় ৩২টি পূজা মন্ডবে ১৬ মেট্রিক টন, ভৈরব উপজেলায় ২২টি পূজা মন্ডবে ১১ মেট্রিক টন, ইটনা উপজেলায় ৩৬টি পূজা মন্ডবে ১৮ মেট্রিক টন, মিঠামইন উপজেলায় ১৬টি পূজা মন্ডবে ৮ মেট্রিক টন, অষ্টগ্রাম উপজেলায় ৪৮টি পূজা মন্ডবে ২৪ মেট্রিক টন, করিমগঞ্জ উপজেলায় ১২টি পূজা মন্ডবে ৬ মেট্রিক টন, তাড়াইল উপজেলায় ১৬টি পূজা মন্ডবে ৮ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও উপ-সচিব তরফদার মোঃ আক্তার জামীলজানান, আনন্দঘন পরিবেশে দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এ চাল বরাদ্দ দেন।

 

Tags: