muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জ সদর

কিশোরগঞ্জ সদর উপজেলায় বিজয় ফুল উৎসব অনুষ্ঠিত

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের চেতনা তুলে ধরা এবং বাংলাদেশের সংগ্রামী ইতিহাস জানানোর উদ্দেশ্যে সারা বাংলাদেশের ন্যয় কিশোরগঞ্জ সদর উপজেলাতে শিশু শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে বিজয়ফুল তৈরি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। তিনটি স্তরে (শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্তগ্রুপ, ৬ষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্তগ্রুপ এবং নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্তগ্রুপ) অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা। প্রতিযোগীরা বিজয় ফুল তৈরি, গল্প কবিতা রচনা, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, একক অভিনয়, দেশাত্ববোধক গান জাতীয় সংগীত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। সদর উপজেলার আয়োজনে গতকাল মঙ্গলবার ৩১শে অক্টোবর সকাল ১১টায় উপজেলা কমপ্লেক্স হল রুমে এই বিজয়ফুল তৈরি প্রতিযোগিতা বিজয় ফুল উৎসব অনুষ্ঠিত হয়। উপজেলার বিভিন্ন কলেজ, মাদ্রাসা, মাধ্যমিক প্রাথমিক বিদ্যালয়সহ সর্বমোট ১৯০ টি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা এতে অংশ নেয়।

সহকারী কমিশনার (ভূমি) আবুল হাশেম এর সভাপতিত্বে বিজয় ফুল উৎসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উপসচিব তরফদার মোঃ আক্তার জামীল। বিশেষ অতিথি হিসেবে অবস্থিত ছিলেন সদর উপজেলার নির্বাহী অফিসার মোঃ মাহাদী হাসন, এনডিসি মোঃ শরীফুল ইসলাম, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মামুন আল মাসুদ খান, মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার লুনা প্রমুখ। পরে বিজয় ফুল প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Tags: