muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

বরগুনার পাথরঘাটায় বিশ লাখ মিটার অবৈধ জাল জব্দ করেছে কোষ্টগার্ড

মোঃ খারেদ মোশাররফ সোহেল, বরগুনা প্রতিনিধি।। বরগুনার পাথরঘাটা সংলগ্ন বিষখলী নদী থেকে ছোট ফাঁসের ২০ লাখ মিটার অবৈধ জাল জব্দ করেছে কোস্টগার্ড।

রোববার (৪ নভেম্বর) দুপুরে বিষখলী নদী লালদিয়া থেকে এ জালগুলো জব্দ করা হয়।

পরে পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হুমায়ুন কবিরের ভ্রাম্যমান আদলতের নির্দেশনা অনুযায়ী ওই জালগুলো পুড়ে ফেলা হয়। কোস্টগার্ডের ষ্টেশন কমান্ডার সাব লেফটেনেন্ট জহিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

কোস্টগার্ড পাথরঘাটা স্টোশন কমান্ডার সাব-লেফটেন্যান্ট জহুরুল ইসলাম জানান, নিয়মিত অভিযানের সময় বিষখালী নদীর লালদিয়া এলাকা থেকে ছোট ফাঁসের ২০ লাখ মিটার অবৈধ জাল জব্দ করা হয়। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত জালগুলো বিষখালী নদীর তীরে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

Tags: