muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

ময়মনসিংহে ডিবি পুলিশের অভিযানে অস্ত্র গুলি ও ইয়াবাসহ গ্রেফতার ১

ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) শাহ কামাল আকন্দের নেতৃত্বে অভিযানে অস্ত্র, গুলি ও ইয়াবাসহ এক সন্ত্রাসীকে  গ্রেফতার করেছে ডিবি পুুলিশ। তার নাম আব্দুল্লাহ আল মামুন ওরফে রতন মেম্বার। তার বাড়ি জেলা সদরে তালমা গ্রামে। তাকে শহরের হাজী জালাল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে তাকে গ্রেফতার করে  মঙ্গলবার  আদালতে প্রেরণ করেছে পুলিশ ।

ডিবির ওসি শাহ কামাল আকন্দ জানান, সোমবার মধ্যরাতে তার নেতৃত্বে ডিবি পুলিশ বিশেষ অভিযান পরিচালনাকালনা কালে  হাজী জালাল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সামনে একদল মাদক ব্যবসায়ী মাদক কেনাবেচা করছে এ ধরণের খবর পেয়ে  ঘটনাস্থলে ডিবি পুলিশের টিম পৌছলে  পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ার সময় রতন মেম্বারকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি কাঠের বাটযুক্ত এলজি (বন্দুক), দুই রাউন্ড গুলি ও ৬০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত রতন মেম্বারের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হয়। ওসি শাহ কামাল আকন্দ আরো জানান, রতন মেম্বারের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় চাঁদাবাজি, বিশেষ ক্ষমতা আইনসহ বিভিন্ন অপরাধের অভিযোগে পাচটি মামলা রয়েছে। অভিযানে ডিবির এসআই আনোয়ার হোসেন, হাবিবুর রহমানসহ অন্যান্যরা সাথে ছিলেন।

Tags: