muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

ডিমলায় বিজয় দিবস ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আইন-শৃঙ্খলা সভা

নীলফামারীর ডিমলা উপজেলা প্রশাসনের আয়োজনে আগামী ১৬ ডিসেম্বর ‘মহান বিজয় দিবস’ যথাযথভাবে উদ্যাপন ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

২৯ নভেম্বর বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে মহান বিজয় দিবস ও জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: নাজমুন নাহার মুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ডিমলা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মফিজ উদ্দিন শেখ, উপজেলা নির্বাচন অফিসার মাহাবুবা আক্তার বানু, উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম, উপজেলা সাস্থ ও প.প. কর্মকর্তা ডাঃ সারোয়ার আলম, কৃষি অফিসার কৃষিবিদ সেকেন্দার আলী, মৎস্য অফিসার শামীমা আক্তার, আনসার ভিডিবি (ভারপ্রাপ্ত) অফিসার মায়া বেগম। আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে যথাযথভাবে উদ্যাপনে সকলের সহযোগীতা কামনা করেন সভার সভাপতি নিবার্হী কর্মকর্তা মোছাঃ নাজমুন নাহার মুন।

দিবসটি উদ্যাপনের পরেই আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পুলিশ প্রশাসন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও আনসার বাহীনির সদস্যবৃন্দকে সক্রিয় ভূমিকা রাখার পাশাপাশি দায়িত্ব পালনে সচেষ্ট থাকার অনুরোধ জানিয়ে সংশ্লিষ্ট ইউপি জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে বলেন, সকল ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যবৃন্দকে আরো বেশী সচেতন ও আইন শৃখংলা বাহীনিকে বিভিন্ন অপরাধের সংবাদ দিয়ে সহযোগীতা করার আহবান জানান।

এ সময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গয়াবাড়ী ইউয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান সামছুল হক, ডিমলা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স কর্মকর্তা আবু বক্কর সিদ্দীক (এবিসি), বালাপাড়া কম্পানী কমান্ডার সুবেদার আব্দুল মোতালেব, থানার হাট কোম্পানী কমান্ডার সুবেদার সাহেদ আলী প্রমুখ।

Tags: