muktijoddhar kantho logo l o a d i n g

করিমগঞ্জ

কিশোরগঞ্জ- ৩ আসনে মুজিবুল হক চুন্নুর হ্যাট্রিক জয়

বেসরকারিভাবে লাঙ্গলের জয় প্রকাশ হলে তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় মুজিবুল হক চুন্নু বলেন, এ বিজয় করিমগঞ্জ তাড়াইলের আপামোর জনতার। আগামী ৫ বছরের জন্য করিমগঞ্জ তাড়াইলের সেবা করার সুযোগ দেয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সাথে সকলের কাছে দোয়া চাই সৃষ্টিকর্তা যেন আমাকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ্যতা দান করেন।

কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে টানা তৃতীয় বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন মহাজোট মনোনীত লাঙ্গলের প্রার্থী এ্যাডভোকেট মুজিবুল হক চুন্নুর। এ নিয়ে এই আসন থেকে চতুর্থবারের মতো সাংসদ নির্বাচিত হয়েছেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলে তিনি ২ লক্ষ ৭ হাজার ৮ শত ৩০ ভোট বেশি পেয়ে নিকটতম প্রতিদ্বন্দি ধানের শীষের প্রার্থী পরাজিত করেছেন। রোববার রাতে সবকটি কেন্দ্রের ফলাফল হিসেব করে করিমগঞ্জ ও তাড়াইল উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বিজয়ের খবরটি জানানো হয়েছে।

করিমগঞ্জ ও তাড়াইল উপজেলার মোট ১৩৫টি কেন্দ্রের ফলাফলের ভিত্তিতে মহাজোটের এড. মুজিবুল হক চুন্নু ২৩৯৬১৬ ভোট (লাঙ্গল প্রতীকে), ঐক্যফ্রন্টের ড. সাইফুল ইসলাম ৩১৭৮৬ ভোট (ধানের শীষ প্রতীকে), মোঃ আলমগীর হোসেন ১০,১২৭ ভোট (পাখা প্রতীকে), সিপিবির ডাঃ এনামুল হক ইদ্রিস ৫৬১ ভোট (কাস্তে প্রতীকে), দেলোয়ার হোসেন ভূইয়া ২৪৬ ভোট ( কবুতর প্রতীকে), মোঃ শওকত আলী ৫৭৮ ভোট (মশাল প্রতীকে) ।

করিমগঞ্জ উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, এ উপজেলার মোট ৯০টি কেন্দ্রের ফলাফলের ভিত্তিতে লাঙ্গল প্রতীকে এড. মুজিবুল হক চুন্নু ১,৪৪,৬৬০ ভোট, ঐক্যফ্রন্টের ধানের শীষ প্রতীকে ড. সাইফুল ইসলাম ২৫,৩৮৩ ভোট, কাস্তে প্রতীকের ডাঃ এনামুল হক ইদ্রিস ৪৪৪ ভোট, হাত পাখা প্রতীকে মোঃ আলমগীর হোসেন ৮০৮৭ ভোট, কুবুতর প্রতীকে দেলোয়ার হোসেন ভূইয়া ১৯৪ ভোট, মশাল প্রতীকে মোঃ শওকত আলী ৪৪৪ ভোট।

তাড়াইল উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, এ উপজেলার মোট ৪৫টি কেন্দ্রের ফলাফলের ভিত্তিতে লাঙ্গল প্রতীকে এড. মুজিবুল হক চুন্নু ৯৪,৯৫৬ ভোট, ধানের শীষ প্রতীকে ড. সাইফুল ইসলাম ৬৪০৩ ভোট, কাস্তে প্রতীকের ডাঃ এনামুল হক ইদ্রিস ১১৭ ভোট, হাত পাখা প্রতীকে মোঃ আলমগীর হোসেন ২০৪০ ভোট, কুবুতর প্রতীকে দেলোয়ার হোসেন ভূইয়া ৫২ ভোট, মশাল প্রতীকে মোঃ শওকত আলী ১৩৪ ভোট।

রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতীহীন ভাবে ভোটগ্রহণ চলে। এ আসনে মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তাদের মধ্যে মহাজোটের এডভোকেট মুজিবুল হক চুন্নু (লাঙ্গল), ঐক্যফ্রন্টের ড. সাইফুল ইসলাম (ধানের শীষ), ইসলামী আন্দোলনের মোঃ আলমগীর হোসেন (হাতপাখা), সিপিবির ডাঃ এনামুল হক ইদ্রিস (কাস্তে), দেলোয়ার হোসেন ভূইয়া ( কবুতর), মোঃ শওকত আলী (মশাল)।

Tags: