muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

ময়মনসিংহে পাগলী জন্মদিল কন্যা সন্তান, এবারও বাবা হলো না কেউ!

ময়মনসিংহের ফুলবাড়ীয়ার পর এবার তারাকান্দা উপজেলায় আবারও অজ্ঞাতনামা এক পাগলী নবজাতক কন্যা শিশুর জন্ম দিয়েছে। কিন্তু এবারও ওই নবজাতক শিশুটির বাবা হলো না কেউ! অর্থাৎ কন্যা শিশুটির বাবার পরিচয় এখন পর্যন্ত পাওয়া যায়নি। এমন ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ঘটনাটি ঘটেছে জেলার তারাকান্দা উপজেলার বিসকা ইউনিয়নের কাকনী কোনা গ্রামের আনোয়ার হোসেনের বাড়িতে। জানা যায়, গত বুধবার (১৬ জানুয়ারি) রাত দেড়টার দিকে ওই পাগলী একটি ফুটফুটে কন্যা শিশুর জন্ম দেয়।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে আনোয়ার হোসেন জানান, ‘প্রায় তিন মাস আগে অজ্ঞাতনামা ওই পাগলী উপজেলার কাশীগঞ্জ বাজারে এসে অবস্থান নেয়। সে তিন মাস ধরে ওই বাজারের ব্রিজের উপর ঘুমাত। বিভিন্ন সময় বাজারের খাবার হোটেলগুলোতে চেয়ে চেয়ে খাবার খেতো।’

তিনি আরোও জানান, ‘গত বুধবার দিনের বেলায় পাগলীটি প্রসব ব্যাথায় চিৎকার করতে থাকে। এসময় অন্যান্য মহিলাদের সহায়তায় তাকে আমার বাড়িতে নিয়ে যাই। পরে ওই দিন রাতেই পাগলী একটি কন্যা শিশুর জন্ম দেয়। মা ও শিশু দুজনই এখন সুস্থ রয়েছে।’

আনোয়ার হোসেনের স্ত্রী সুলতানা জানায়, ‘আমি এখন ওই পাগলীর দেখাশোনা করছি। মা ও শিশু দুজনই সুস্থ আছে। তবে কে বা কারা এমন কাজ করেছে তাদের পরিচয় বলতে পারেনি পাগলী।’

এদিকে পাগলীর মা হওয়ার বিষয়টি নিশ্চিত করে বিসকা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সালাম মন্ডল বলেন, ‘ঘটনাটি সত্য, তবে পাগলীটির নাম পরিচয় পাওয়া যায়নি। এমন কি তার সদ্য জন্ম নেয়া নবজাতক কন্য শিশুটির বাবার পরিচয়ও পায়নি। এবিষয়ে এখনো প্রশাসনকে জানানো হয়নি।’

তারাকান্দা থানার ওসি মিজানুর রহমান জানান, ‘বিষয়টি এখনো থানায় কেউ জানায়নি। জানালে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। তবে আমরাও খোঁজ-খবর নিয়ে দেখবো।’

উল্লেখ্য, গত বছর ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার পৌর শহরে অজ্ঞাত এক পাগলী পুত্র সন্তান জন্ম দিয়ে ছিলেন। পরে এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়ে ছিল।

Tags: