
অজানাই থেকে যেতো : কাজী জুবেরী মোস্তাক
তোমাকে ভালো না বাসলে জানতে পারতাম না;
কি ভয়ংকর ভাবে ভালোও বাসতে পারো তুমি,
ভালোবাসা মানুষকে অসহায় করে জানতাম না;
ভালোবাসার কাছে অাজ অসহায় ক্লান্ত আমি৷
তোমার কাছে না গেলেতো জানতে পারতাম না;
বুকের পাঁজরে কতটা উষ্ণতা জমিয়েছো তুমি?
কারো উষ্ণতায় পুড়েও ছাই হওয়া জানতাম না;
তোমার উষ্ণতায় আজ জ্বলে পুড়ে ছাই আমি৷
তোমাকে না দেখলে সৌন্দর্য কি জানা হতোনা;
তোমার রুপের মাদকে মাদকাসক্ত আজ আমি,
রুপের মুগ্ধতায় কেউ আসক্ত হয় জানতাম না;
তোমার রুপের মুগ্ধতায় পাগলপারা এই আমি৷
আরও পড়ুন
Comments are closed.
Thank you for any other informative blog. The place else may just I am getting that type of information written in such an ideal approach? I’ve a undertaking that I am just now running on, and I have been at the glance out for such information.