
ভৈরবে সাজাপ্রাপ্ত কালা মিয়া গ্রেফতার
কিশোরগঞ্জের ভৈরবে মাদক মামলায় ৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে ভৈরব থানার পুলিশ।
ভৈরব থানার অফিসার ইনর্চাজ মোঃ মোখলেছুর রহমান এর নেতৃত্বে উপ পুলিশ পরিদর্শক মো. মতিউজ্জামান ও এসআই হুমায়ুন কবীর সঙ্গী ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে।
উপজেলার আগানাগর ইউনিয়নের লুন্দিয়া গ্রামের রমিজ উদ্দীনের ছেলে আলমগীর হোসেন ওরফে কালা মিয়াকে গতকাল গ্রেফতার করে।
সাজাপ্রাপ্ত আসামীদের গ্রেফতার অভিযান চলছে চলবে এমনটাই জানিয়েছে পুলিশ। তাকে শুক্রবার সকালে কিশোরগঞ্জ শোধানালয়ে পাঠানো হয়েছে।