
ভৈরবে মানবিক ঘটনায় প্রশংসা কুঁড়িয়েছেন এসআই হুমায়ুন কবির
কিশোরগঞ্জের ভৈরবে আবদুল হামিদ নামে এক বৃদ্ধকে রাস্তা থেকে তুলে দিয়ে চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তুললেন ভৈরব থানার পুলিশ উপ-পরিদর্শক মোঃ হুমায়ূন কবির।
গতকাল রাত ৮দিকে ভৈরব সিলেট মহাসড়ক নাভানা সিএনজি স্টেশনে পাশে বৃদ্ধ আবদুল হামিদকে পড়ে থাকতে দেখে স্থানীয় কয়েকজন থানায় বিষয়টি জানান, পরে কনস্টেবলসহ এসআই হুমায়ূন কবির ঘটনাস্থলে এসে তাকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
ডাক্তার জানান, আবদুল হামিদ হয়তো অজ্ঞান পার্টির খপ্পড়ে পড়ে জ্ঞান হারিয়েছেন। চিকিৎসার পর কিছুটা সুস্থ হয়ে ওই বৃদ্ধ তার বাড়ি হবিগঞ্জের বাহুবল উপজেলার যাবে।
জানা গেছে, আবদুল হামিদ ঢাকা থেকে রোববার রাতে বাসে উঠে বাড়ি হবিগঞ্জ আসার কথা ছিল। বাসে কোনো এক ব্যক্তি তাকে জুস খাইয়েছে বলে আবদুল হামিদ বলতে পেরেছে। এরপর রাত সাড়ে তিনটায় এসআই হুমায়ূন কবির তাকে তার পরিবারের সদস্যদের কাছে বুঝিয়ে দেন।
এ বিষয়ে এসআই হুমায়ূন কবির জানান, মানবিক কাজটি করতে পারায় আমি আত্মতৃপ্তি পেয়েছি।