muktijoddhar kantho logo l o a d i n g

আন্তর্জাতিক

আসামে বিষাক্ত মদপানে নিহতের সংখ্যা বেড়ে ৮৪

ভারতের আসামে বিষাক্ত মদপানে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৮৪ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন আরো প্রায় ২০০ জন। মৃতদের মধ্যে অন্তত নয়জন নারী শ্রমিক রয়েছেন বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।

আসাম রাজ্য সরকারের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শনিবার রয়টার্সকে বলেছেন, প্রতি দশ মিনিট পরপরই তারা নতুন নতুন জায়গা মৃত্যুর খবর পাচ্ছেন।

গুয়াহাটি থেকে ৩১০ কিলোমিটার দূরে গোলাঘাটের চা বাগানের শতাধিক শ্রমিক গত বৃহস্পতিবার সাপ্তাহিক বেতন পাওয়ার পর স্থানীয়ভাবে তৈরি দেশি মদ ‘হোচ’ পানে অসুস্থ হয়ে পড়েন।

Tags: