muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস পালন

রাজশাহী মহানগর ও আশেপাশের উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০১৯ উপলক্ষ্যে জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ.এইচ.এম কামারুজ্জামানের সুযোগ্য সন্তান, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র, কেন্দ্রীয় আওয়ামী লীগের অন্যতম সদস্য ও মহানগর আওয়ামী লীগ সভাপতি এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের নেতৃত্বে বিশাল বর্ণাঢ্য আনন্দ মিছিল করা হয়েছে। মিছিলে জাতীয় পতাকা, লাল-সবুজ বেলুন হাতে নিয়ে অংশ নেন অংশগ্রহণকারীরা।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০১৯ উপলক্ষ্যে মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের নেতৃত্বে মহানগর আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে বিশাল বর্ণাঢ্য আনন্দ মিছিল বেরা করা হয়। মিছিলটি সাহেববাজার জিরো পয়েন্টের সামনে দিয়ে মনিচত্বর হয়ে রাজশাহী কলেজের সামনে হয়ে বাটারমোড় ঘুরে পুনরায় সেখানে এসে শেষ হয়। মিছিলের সামনে ছিল বিশাল আকার জাতীয় পতাকা ও আওয়ামী লীগের দলীয় পতাকা। অংশগ্রহণকারীদের হাতে ছিল লাল-সবুজ বেলুন। নারীদের পরনে ছিল লাল-সবুজ শাড়ী, অনেক পুরুষের গায়ে লাল-সবুজ ছিল র্টি-শাট।

মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, বিভিন্ন সময় আমাদের নতুন প্রজন্মকে বিভ্রান্ত করা হয়েছে, মৌলবাদের দিকে নিয়ে যাওয়া হয়েছে। এখন আর সেই সুযোগ নেই। এখন আর নতুন প্রজন্ম বিভ্রান্ত হবে না। পুরো জাতি স্বাধীনতার পক্ষে ঐক্যবদ্ধ হয়েছে।

আনন্দ মিছিলে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, কেন্দ্র্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও বঙ্গবন্ধু গবেষণা পরিষদ রাজশাহী মহানগরের সহ-সভাপতি ডা. আনিকা ফারিহা জামান অর্ণা, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা নওশের আলী, অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, নাইমুল হুদা রানা, সাংগঠনিক সম্পাদক এ্যাড. আসলাম সরকার, মহানগর যুবলীগের সভাপতি রমজান আলী, মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিনসহ মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ওয়ার্ড আওয়ামী লীগ নেতৃবৃন্দ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, তাঁতীলীগ, রাজশাহী ডাক বিভাগসহ অন্যান্য অঙ্গ সংগঠন ও সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

এর আগে মহানগর আওয়ামী লীগের সভাপতি মেয়র খায়রুজ্জামান লিটনের নেতৃত্বে স্বাধীনতা চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করে মহানগর আওয়ামী লীগ। এরপর আওয়ামী লীগের অঙ্গসংগঠন ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রতিকৃতিতে পুষ্পস্তর্বক অর্পন করেন।

এছাড়া দিবসটি উপলক্ষে রাজশাহী জেলা প্রশাসন ও স্কুল-কলেজ এবং সরকারী বেসরকারী সংস্থার উদ্যোগে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে। কর্মসূচীর মধ্যে রয়েছে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও র‌্যালি ও দোয়া মাহফিল।

Tags: