muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জের খবর

কিশোরগঞ্জের ভৈরব সেতুর প্রান্তে বৈশাখী মেলা

সোহেল ইবনে ছিদ্দিক ।। কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার সৈয়দ নজরুল ইসলাম সেতুর ভৈরব প্রান্তে বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের উদ্যোগে এক বর্ণাঢ্য বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত বৈশাখী মেলায় ভৈরব, আশুগঞ্জ , ব্রাহ্মণবাড়িয়া ও নরসিংদী উপজেলা থেকে বিপুলসংখ্যক লোক ঘুড়তে আসে। মেলায় নাগর দোলা, নৌকা দোলা, ট্রেন, স্পিডবোট দিয়ে মেঘনা নদীতে ঘুড়া, সীমিত সময়ের জন্য মেঘনা নদীর চর সোনারামপুর ভ্রমণ এর মত কিছু বেতিক্রমধর্মী ভ্রমণ এর আয়োজন করা হয়।

মেলায় আগত দর্শনার্থীদের কাছে পহেলা বৈশাখে এমন আয়োজনের কথা জানতে চাইলে তারা এর ভুয়সী প্রশংসা করে আয়োজকদের ধন্যবাদ জানান এবং এ রকম মেলা প্রতি বছর করার জন্য জেলা প্রশাসক এর দৃষ্টি আকর্ষণ করার কথা বলেন।

মেলায় শিশু-কিশোরদের খেলনা নিয়ে প্রায় ৫০০-৬০০টি ছোট বড় স্টল বসে। স্টল এর বিক্রেতাদের সাথে কথা বললে বিক্রেতারা জানান, আশে পাশের অন্যান্য মেলার তুলনায় এখানে বেচা-কেনা অনেক বেশি হয়। তাছাড়া বিভিন্ন ধরনের খাবারের দোকান বসে এবং খাবারের দোকানগুলোতেও ছিল প্রচুর পরিমান ভীড়। পহেলা বৈশাখ ধুমধাম করে পালন করতে পাড়ার জন্য সকলেই খুব আনন্দিত।

Tags: