muktijoddhar kantho logo l o a d i n g

নিকলী

নিকলীতে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের উদ্বোধন

মাহবুবুর রহমান ।। কিশোরগঞ্জের নিকলী উপজেলায় সিংপুর ইউনিয়নের মাধ্যমে জেলায় প্রথম ধাপে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। নিকলী উপজেলায় ছবি সহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নিকলী উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসান মো. রুহুল কুদ্দুস ভূঞা জনি।

সে সময় উপস্থিত ছিলেন- নিকলী উপজেলা নির্বাচন অফিসার নাজমা আক্তার, মোঃ নুর উদ্দিন, মোঃ সারোয়ার হোসেন, জহর লাল সূত্রধর, টেকনিক্যাল সাপোর্ট মাহবুবুর রহমান, টিমলিডার শাহাদত হোসাইন ও সিংপুর ইউনিয়নের সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যবৃন্দ।

প্রথম ধাপে মঙ্গলবার (১৬ এপ্রিল) থেকে জেলার কিশোরগঞ্জ সদর, পাকুন্দিয়া ও নিকলী উপজেলায় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হয়েছে।

নিকলী উপজেলা নির্বাচন অফিসার নাজমা আক্তার বলেন- ২০০৪ সালের ১ জানুয়ারি বা তার আগে যাদের জন্ম, তাদের তথ্য সংগ্রহ করা হবে। এছাড়া যারা বাদপড়া ভোটার ও প্রাপ্তবয়স্ক তাদেরকে এই তালিকাভুক্ত করে হবে। আমাদের এই কার্যক্রম নিকলী উপজেলায় ১৬ মে থেকে ৯জুন পর্যন্ত ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চলবে।

Tags: