muktijoddhar kantho logo l o a d i n g

ইটনা

ইটনায় কৃষকের কাছ থেকে ধান কেনা শুরু

কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলা প্রশাসনের খাদ্য বিভাগ সরকারী নিয়ম অনুযায়ী কৃষকদের নিকট থেকে কোন মাধ্যম ছাড়া সরাসরি ধান ক্রয় অভিযানের উদ্বোধন করেছে।

এ উপলক্ষে সোমবার সকালে উপজেলা খাদ্য গুদামে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামের নির্দেশে ধান ক্রয় অভিযানের উদ্ধোধন করেন কৃষি অফিসার আলহাজ্ব জামাল উদ্দিন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন খাদ্য কর্মকর্তা কাজী বদরুল আলম, সদর ইউপি মেম্বার নজরুল ইসলাম, কৃষক নাজির মিয়া প্রমুখ।

খাদ্য কর্মকর্তা কাজী বদরুল আলম জানান, প্রথম দিন ২৬ টাকা কেজি দরে ৭ টন ধান ক্রয় করা হয়। তিনি আরও জানান এ বছর উপজেলার কৃষকদের নিকট থেকে প্রায় ৭৫০ মেট্রিকটন ধান ক্রয় করা হবে।

Tags: