muktijoddhar kantho logo l o a d i n g

আন্তর্জাতিক

আদালতে নেওয়ার পর মিশরের সাবেক রাষ্ট্রপতি মুরসীর ইন্তেকাল

মিশরের সাবেক রাষ্ট্রপতি হাফেজ মোহাম্মদ মুরসীকে আজ বিচারের জন্য আদালতে নেওয়ার পর হঠাৎ অজ্ঞান হয়ে মৃত্যুর কোলে ঢলে পরেন।

ডঃ মুহাম্মদ মুরসী ২০১১ সালের বিপ্লবের পর মিশরে প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি হিসেবে চার বছর মেয়াদী দায়িত্ব গ্রহণের পর মাত্র এক বছরের মাথায় ২০১৩ সালে এক সামরিক অভ্যুত্থানে তাকে ক্ষমতাচ্যুত করা হয়। ক্ষমতাচ্যুতির পর কারাগারে থাকাকালীন অবস্থায় মুহাম্মদ মুরসীর বিরুদ্ধে সামরিক সরকার বিভিন্ন মামলা পরিচালনা করছে। ২০১৫ সালের এপ্রিলে তাকে বিশ বছরের কারাদন্ডে দণ্ডিত করা হয়। ২০১২ সালে রাষ্ট্রপতির ভবনের সামনে এক সংঘর্ষে বিক্ষোভকারীদের গ্রেফতার ও নির্যাতনের অভিযোগে তাকে এই দন্ড প্রদান করা হয়। ২০১৬’র সেপ্টেম্বরে কাতারের কাছে রাষ্ট্রীয় গোপন তথ্য পাচারের অভিযোগে তাকে আরো পঁচিশ বছরের কারাদন্ড প্রদান করা হয়। এছাড়াও ২০১৭’র ডিসেম্বরে আদালত অবমাননার অভিযোগে তাকে তিন বছরের কারাদন্ড প্রদান করা হয়।

Tags: