muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

ডোমারে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলন

“মৎস্য সেক্টরের সমৃদ্ধি,সুনীল অর্থনীতির অগ্রগতি”এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নীলফামারীর ডোমারে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে ডোমার উপজেলা মৎস্য দপ্তর।

বুধবার দুপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ১৭ জুলাই হতে ২৩ জুলাই দেশব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে মৎস্য অফিসে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপজেলা মৎস্য বিভাগের বিভিন্ন চিত্র তুলে ধরে বক্তব্য দেন,উপজেলা মৎস্য কর্মকর্তা শারমিন আখতার। সংবাদ সম্মেলনে উপজেলায় কর্মরত ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারে ডোমার উপজেলায় মোট বাৎসরিক চাহিদার চেয়ে অতিরিক্ত মাছ উৎপন্ন হয়েছে। উপজেলায় মোট মৎস্য চাহিদা ৫হাজার ৩৭০ মেট্রিক টন আর উৎপাদন হয়েছে ৫হাজার ৩৯১ মেট্রিক টন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী মৎস্য কর্মকর্তা শামসুল হক।

Tags: