muktijoddhar kantho logo l o a d i n g

তাড়াইল

তাড়াইলে ভেজাল বিরোধী অভিযানে ৪ ব্যবসায়ীকে জরিমানা

কিশোরগঞ্জের তাড়াইলে জেজাল বিরোধী অভিযানে ৪ ব্যবসায়ীকে ৮ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

জানা যায়, আজ বুধবার (১৭ জুলাই) বেলা ২টার দিকে এই ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করেন কিশোরগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক ইব্রাহীম হোসেন।সাথে ছিলেন উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক আবদুর রউফ তালুকদার।

ইব্রাহীম হোসেন জানান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ২০১৩ সনের ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫১ ধারায় উপজেলা সদর বাজারের বন্ধু মেডিকেল হলে মেয়াদ উত্তীর্ণ ও কাটা ঔষধ এবং স্যম্পল থাকায় ৩ হাজার, আল মদিনা ষ্টোরে মূল্য তালিকা না থাকায় ১ হাজার, আলমগীর ষ্টোরে ২০১৬ সনের মেয়াদ উত্তীর্ণ প্রাণের সস পাওয়ায় ৩ হাজার এবং ব্যবসায়ী মধূ সুধন পালের প্রতিষ্ঠানে মেয়াদ উত্তীর্ন বিভিন্ন প্রকার ঘি ও মসলার প্যাকেট বিক্রির জন্য দোকানে রাখার দায়ে ১ হাজার টাকা জরিমানাসহ মোট ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। উক্ত অভিযানে সহযোগীতা করেন কিশোরগঞ্জ জেলা পুলিশ লাইনের সদস্যবৃন্দ।

Tags: