
ইটনায় সুবেনের চিকিৎসায় আর্থিক অনুদান দিল সরকারী মহেশ চন্দ্র মডেল শিক্ষা নিকেতন পরিবার
কিশোরগঞ্জের ইটনা বালিকা উচ্চ বিদ্যালয়ের গনিতের শিক্ষক ও শাহ্জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র সুবেন কুমার ঘোষের চিকিৎসায় আর্থিক অনুদান দিলেন ইটনা সরকারী মহেশ চন্দ্র মডেল শিক্ষা নিকেতন পরিবার।
জানা যায়, উপজেলার ধনপুর ইউনিয়নের ঘোষ পাড়া গ্রামের রাধা চরণ ঘোষের ছেলে সুবেন কুমার ঘোষ ক্যান্সারে আক্রান্ত হয়ে বর্তমানে ভারতের ভেলুরে ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন আছে।
শনিবার মহেশ চন্দ্র শিক্ষা নিকেতনে চত্বরে শিক্ষক সুবনের সু চিকিৎসায় তার বড় ভাই দুলাল ঘোষের হাতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিক নগদ ৫০ হাজার টাকা তুলে দেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংসদ সদস্য রেজওয়ান আহম্মদ তৌফিক, উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান, শিক্ষক বৃন্দ।
এ সময় সুবেনের ভাই দুলাল ঘোষ তার ভাইয়ের রোগমুক্তির জন্য সকলের নিকট দোয়া চান। অন্যদিকে সুবেনের প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান ইটনা বালিকা উচ্চ বিদ্যালয় পরিবারের পক্ষে প্রধান শিক্ষক সাঈদা আক্তার সুবেনের বড় ভাই দুলাল ঘোষের হাতে নগদ ৩০ হাজার টাকা তুলে দেন।