muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জ সদর

কিশোরগঞ্জে জেলা সরকারী গণগ্রন্থাগারে পুরস্কার ও সনদ বিতরণ

কিশোরগঞ্জে জেলা সরকারী গণগ্রন্থাগারের আয়োজনে জাতীয় শোক দিবস উপলক্ষে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা শহরের আলোরমেলাস্থ গণগ্রন্থাগারের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লাইব্রেরিয়ান মোঃ আজিজুল হক সুমন।

এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ জাকির হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা নির্বাচন অফিসার মোঃ তাজুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার মোঃ জুলফিকার হোসেন, কিশোরগঞ্জ সরকারী মহিলা কলেজের দর্শন বিভাগের প্রভাষক শাকিল সরকার।

জেলা কালেক্টরেটের লাইব্রেরিয়ান মোঃ সারওয়ার আহামেদ খানের পরিচালনায় প্রতিযোগীদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী প্রভাষক সামিউল হক মোল্লা, সহকারী শিক্ষক বিপ্লব মোহন চৌধুরী, কিশোরগঞ্জ সরকারী মহিলা কলেজের রাষ্ঠবিজ্ঞান বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী রকি আক্তার, বাংলা বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী পিংকি আক্তার প্রমুখ।

জেলা সরকারী গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান মোঃ আজিজুল হক সুমন জানান, জেলা সরকারী
গণগ্রন্থাগারের আয়োজনে জাতীয় শোক দিবস ২০১৯ উপলক্ষে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায়
১৫জন বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়েছে। এ সময় লাইব্রেরির কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থী, অভিভাবক ও প্রতিযোগীগণ উপস্থিত ছিলেন।

Tags: