muktijoddhar kantho logo l o a d i n g

রকমারি

বৃদ্ধের মাথায় ৪ ইঞ্চি লম্বা শিং!

৭৪ বছর বয়সী এক কৃষকের মাথায় ৪ ইঞ্চি লম্বা শিং গজিয়েছে। শ্যামলাল যাদব নামের এই ব্যক্তি ভারতের মধ্যপ্রদেশের রহলি গ্রামের বাসিন্দা তিনি।

জানা গেছে, সম্প্রতি ভারতের মধ্যপ্রদেশের সাগরের ভাগ্যদয় তীর্থ চিকিৎসালয়ে চিকিৎসার জন্য যান শ্যামলাল। 

 সে সময় তিনি চিকিৎসকদের জানান, ৫ বছর আগে আঘাত লেগে মাথা ফেটে গিয়েছিল তার। সেরে যাওয়ার পর থেকেই মাথার ওই অংশ একটু একটু করে ফুলে বাড়তে থাকে। প্রথম প্রথম মাথার তালুতে গজানো শক্ত, অসাড় আঙুলের মতো অংশটি স্থানীয় সেলুনে গিয়ে চেঁচে আসতেন তিনি। কিন্তু তাতে আরও দ্রুত আকারে বাড়তে লাগল সেটি। সেটি বিগত কয়েক বছরে ৪ ইঞ্চি লম্বা শিং-এর আকার ধারণ করেছে। 

এদিকে, হাসপাতালের চিকিৎসকরা ওই শিং পরীক্ষা করে জানান, শ্যামলালের মাথায় ‘কটেনিয়াস হর্ন’ বা ‘ডেভিলস হর্ন’ গজিয়েছে।

চিকিৎসকদের অভিমত, এটি এক ধরনের স্কিন টিউমার। শরীরে চুল, নখ গঠনকারী কেরাটিন প্রোটিনের মাত্রাতিরিক্ত ক্ষরণের ফলে এই ‘কটেনিয়াস হর্ন’ তৈরি হয়।

জানা গেছে, দশ দিন হাসপাতালে রেখে শ্যামলাল যাদবকে ছেড়ে দেওয়া হয়েছে।

ভাগ্যদয় তীর্থ চিকিৎসালয়ের শল্য চিকিৎসক বিশাল গজভিয়ে জানান, শ্যামলালের মাথায় গজানো ‘কটেনিয়াস হর্ন’ অস্ত্রোপচার করে বাদ দিয়ে দেওয়া হয়েছে। তবে চিকিৎসা এখনও বাকি রয়েছে। শ্যামলালের মাথায় গজানো ‘কটেনিয়াস হর্ন’ নির্মূল করতে রেডিয়েশন থেরাপি বা কেমোথেরাপির প্রয়োজন হতে পারে। আবারও অস্ত্রোপচারেরও প্রয়োজন হতে পারে বলে জানান তিনি। 

সূত্র : জি-নিউজ 

Tags: