muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জ সদর

কিশোরগঞ্জ সদরে রোপা আমন আবাদ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে

কিশোরগঞ্জ সদরে রোপা আমন আবাদ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। এবার চলতি রোপা আমন মৌসুমে উপজেলায় নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে অধিক জমিতে রোপা আমন ধানের আবাদ করা হয়েছে।

সদর কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা যায়, চলতি রোপা আমন মৌসুমে কিশোরগঞ্জ সদরে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ১০ হাজার ৬ শত ৫০ হেক্টর জমি। এতে নির্ধারিত রোপা আমনের চাষাবাদের মাত্রা ছাড়িয়ে গেছে।

কিশোরগঞ্জ সদর উপজেলা কৃষি অফিসার দিলরুবা ইয়াসমিন জানান, রোপা আমনের নির্ধারিত লক্ষ্যমাত্রা অতিক্রম করেছে। যদি আবহাওয়া অনুকূলে থাকে তবে রোপা আমনের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন।

Tags: