muktijoddhar kantho logo l o a d i n g

তাড়াইল

ধানক্ষেতে পাওয়া নবজাতকের নাম ‘আবরার ফাহাদ’

কিশোরগঞ্জের তাড়াইলে ধানক্ষেত থেকে এক নবজাতককে জীবিত উদ্ধার করা হয়েছে।

জানা যায়, উপজেলার রাউতি ইউনিয়নের পুরুড়া উচ্চ বিদ্যালয় সংলগ্ন টেকের বাড়ীর বাসিন্দা চার সন্তানের জনক কৃষক বাচ্চু মিয়ার স্ত্রী সুফিয়া খাতুন আজ মঙ্গলবার ভোর ৫ টা ৩০ মিনিটের দিকে কান্নার আওয়াজ শুনে ধানক্ষেত থেকে পরিত্যক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে বাড়ী নিয়ে আসে।মুহুর্তেই চারিদিকে খবর ছড়িয়ে পড়লে উৎসুক জনতা ভীড় জমায় বাচ্চু মিয়ার বাড়ীতে।

খবর পেয়ে তাড়াইল থানার এসআই রাজীব সঙ্গীয় ফোর্স নিয়ে বেলা ১২টার দিকে সুফিয়া খাতুনসহ নবজাতক ঐ ছেলে শিশুটিকে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন স্বাস্থ্য পরীক্ষার জন্য।

এ ব্যপারে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত জুনিয়র কনসালটেন্ট (শিশু) ডা: সাখাওয়াত হোসেন জানান, শিশুটির শারিরিক কোনও সমস্যা নাই। দুই দিন বয়সী শিশুটির ওজন আড়াই কেজি।ধানক্ষেতে পড়ে থাকায় নাভিতে একটু ময়লা ছিলো।পরিষ্কার করার পর পর্যবেক্ষণের জন্য হাসপাতালের ওয়ার্ডে রাখা হয়েছে।

এসআই রাজীব জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক মাহমুদের সাথে কথা হয়েছে।উপজেলা সমাজসেবা কর্মকর্তা’র সাথে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এরই মধ্য কয়েকজন নি:সন্তান দম্পতি শিশুটিকে দত্তক নেয়ার জন্য আগ্রহ প্রকাশ করছেন।

স্বাস্থ্য কমপ্লেক্সের রেজিষ্টারে শিশুটির নাম রাখা হয়েছে সম্প্রতি বুয়েটে নিহত ছাত্রের নামানুসারে আবরার ফাহাদ।

Tags: