muktijoddhar kantho logo l o a d i n g

হোসেনপুর

হোসেনপুরে স’মিল মালিককে দুই মাসের কারাদন্ড

লাইসেন্স না থাকায় কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় আবদুস ছামাদ (৪০) নামে এক স’মিল মালিককে দুই মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সেইসঙ্গে তাকে দুই হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে উপজেলার ধুলিহর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান।

তিনি জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে দুপুরে উপজেলার ধূলিহর এলাকায় অভিযান চালানো হয়। এসময় করাতকল (লাইসেন্স) বিধিমালা ২০১২ অনুযায়ী অবৈধভাবে করাতকল/ স’মিল ব্যবসা পরিচালনা করার দায়ে স’মিলের মালিক ওই এলাকার ইমান আলীর ছেলে আবদুস ছামাদকে দুই মাসের বিনাশ্রম কারাদন্ড এবং দুই হাজার টাকা জরিমানা করা হয়। পরে দন্ডপ্রাপ্ত আবদুস ছামাদকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান।

Tags: