muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জের খবর

কিশোরগঞ্জে গণপ্রকৌশল দিবস পালিত

বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জে ‘গণপ্রকৌশল দিবস’ পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে সমবায় কমিউনিটি সেন্টারে সংগঠনের জেলা নির্বাহী কমিটির সভাপতি প্রকৌশলী পীযুষ কান্তি সরকারের সভাপতিত্বে
আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ সারওয়ার মুর্শেদ চৌধুরী। বিশেষ অতিথির বক্তৃতা করেন পুলিশ সুপার মোঃ মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার), কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ ও সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুর রহমান খান।

এ সময় সংগঠনের জেলা কমিটির সাধারণ সম্পাদক প্রকৌশলী মোজাম্মেল হক, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান, অর্থ সম্পাদক মোঃ শাহজাহান, সদস্য জনস্বাস্থ্য অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মোঃ আবু জাকারিয়াসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

শেষে শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

গণপ্রকৌশল দিবসের আলোচনায় দেশ ও জনজীবনের উন্নয়নে কারিগরি শিক্ষার বিকল্প নেই উল্লেখ করে বক্তাগণ বলেন, এই শিক্ষার মাধ্যমে মানব সম্পদের উন্নয়ন সাধন করে জাতীয় অর্থনৈতিক মুক্তি অর্জন সম্ভব।

Tags: