muktijoddhar kantho logo l o a d i n g

আইন আদালত

কিশোরগঞ্জে বাবা হত্যায় ছেলের যাবজ্জীবন

কিশোরগঞ্জে  বাবাকে হত্যার দায়ে ছেলেকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (২৫ নভেম্বর) সকালে কিশোরগঞ্জের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় দেন। রায় ঘোষণার সময় এ মামলার একমাত্র আসামি মামুন মিয়া আদালতে অনুপস্থিত (পলাতক) ছিলেন।

মামলার বিবরণে জানা যায়, ২০০৮ সালের ২২ জুলাই রাত সাড়ে ১০টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার করমুলী গ্রামের নিজ বাড়িতে ইসরাঈলকে তার ছেলে মামুন এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন। এ সময় তার মার চিৎকারে মামুন পালিয়ে যান। পরে গুরুতর আহত অবস্থায় ইসরাঈলকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

ঘটনার পরদিন ২০০৮ সালের ২৩ জুলাই নিহতের স্ত্রী রেখা আক্তার ওরফে সুফিয়া বাদী হয়ে ছেলে মামুনের নাম উল্লেখ করে কিশোরগঞ্জ মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে ২৫ নভেম্বর পুলিশ তদন্ত শেষে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে অপরাধ প্রমাণিত হওয়ায় সোমবার সকালে বিচারক এ রায়।

Tags: