muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

ডিমলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

‘মাদককে রুখবো, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়বো’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

৭ জানুয়ারি সকাল ১০ টায় নীলফামারী জেলা ডিমলা উপজেলা প্রশাসন আয়োজনে উপজেলা অফিস চত্ত¡র হতে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উক্ত র‌্যালীতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায়, বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, চেয়ারম্যান উপজেলা পরিষদ, ভাইস চেয়ারম্যান বাবু নিরেন্দ্র নাথ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: আয়শা সিদ্দীকা আশা, ডিমলা উপজেলার আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্ট,ু ডিমলা মহিলা সরকারি কলেজের অধ্যক্ষ মকলেছুর রহমান, কৃষিবিদ সেকেন্দার আলী, মৎস কর্মকর্তা শামীমা আক্তার, নির্বাচন কর্মকর্তা মাহবুবা আক্তার, উপজেলা মেডিকেল কর্মকর্তা সারোয়ার আলম, ডিমলা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সোহেল রানা, ৩নং ডিমলা ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাশেম সরকার, ডিমলা উপজেলা আওয়ামীলীগের মহিলা নেত্রী গুলশানারা ও ডিমলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি হামিদার রহমান, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আতিকুল ইসলাম আতিক, কার্যকরী সদস্য শাহিনুর রহমান সহ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ প্রমূখ।

অপর দিকে ডিমলা রাণী বৃন্দারাণী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায়ের সভাপতিত্বে রাসেউল আলম রাসেল সহকারী শিক্ষক এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য নীলফামারী -১ (ডোমার -ডিমলা) বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুর হক সরকার মিন্টু। অত্র বিদ্যালয়ে প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত আব্দুর রাজ্জাক, মাহাফুজুল হক, নুর আলম সিদ্দীকী, নিখিল চন্দ্র মহন্ত, জাহাঙ্গীর আলম, জীবনানন্দ রায় প্রমূখ। এতে বক্তব্য রাখেন উক্ত বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র সিয়াম।

অনুষ্ঠান শেষে কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায় যে, আমি জীবনের লক্ষ স্থীর রেখে সফল মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলব এবং শারীরিক ও মানুষিক সুস্থ্যতা ধরে রাখতে কৌতুহল বসত আমি মাদক গ্রহণ করব না। কোন অযুহাতে মাদকের সরনা পন্ন হব না, মাদকের ধ্বংশাক্ত মায়া জালে নিজেকে জরাবো না, অন্যকে জরাতে সহায়তা করবো না। মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলব। মাদক ব্যবসায়ীর সংবাদ আইন শৃংখলা বাহিনীতে দিব। দেশকে ভালো বাসব, বাংলাদেশকে মাদক মুক্ত করতে সব সময় সতেষ্ট থাকব।

Tags: