
করিমগঞ্জে সরকারি ত্রানের ২৫ বস্তা চাল উদ্ধার!
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার জাফরাবাদ ইউনিয়ন থেকে সরকারি ত্রানের ২৫ বস্তা চাল উদ্ধার করেছে করিমগঞ্জ থানা পুলিশ।
১০ এপ্রিল ২০২০, শুক্রবার বিকাল ৩টায় জাফরাবাদ ইউনিয়নের সাদেরজঙ্গল গ্রামের চকপাড়া থেকে ত্রানের এ চাল উদ্ধার করা হয়।
করিমগঞ্জ থানা সূত্রে জানা যায়, খবর পেয়ে করিমগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে চাল উদ্ধার করে।
এলাকাবাসীর কছে জানতে চাইলে তারা জানায়, কে-বা কারা এ চাল ফেলে গেছে তারা জানেন না।
এ সংবাদ লেখা পর্যন্ত চাল কিভাবে এখানে আসলো তা জানা যায়নি!